• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘আরামদায়ক রেলভ্রমণ নিশ্চিতে কাজ করছে হাসিনা সরকার’

  নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)

১১ নভেম্বর ২০২১, ১৮:৫৫
উদ্বোধন
সান্তাহার রেল স্টেশনের আধুনিকায়ন কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন শেষে দোয়ায় অংশ নেন রেলমন্ত্রী। ছবি : অধিকার

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, শেখ হাসিনা সরকার রেলওয়েকে ঠেকসই উন্নয়নে রূপান্তরিত করে যাচ্ছে।

তিনি বলেন, স্বাধীনতার সময় পাকিস্তানিরা রেলওয়ের ব্যাপক ক্ষতি করেছে। সেই পুরানো রেল ব্যবস্থাকে আধুনিকায়ন করতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ দিন ৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে প্লাটফর্মে শেড নির্মাণ, সীমানা বৃদ্ধি, প্লাটফরম উঁচুকরণ, রং ও বৈদ্যুতিক কাজসহ স্টেশনের দুই পাশে দেওয়াল নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, শেখ হাসিনার দূরদর্শিতায় আজ রেল লাইনকে ডাবল করা, অত্যাধুনিক ইঞ্জিন সংযুক্ত ও মানসম্মত বগিসহ বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্টেশনের যাত্রী সাধারণের আরামদায়ক রেলভ্রমণ নিশ্চিত করতে রেল স্টেশনগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমান সরকার দেশকে ডিজিটাল রূপান্তরিত করতে মেট্রোরেল চালু, বঙ্গবন্ধু সেতুতে রেললাইন চালুসহ আলাদা রেল মন্ত্রণালয় করেছে।

আধুনিকায়ন কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন শেষে স্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : ধাওয়া-পাল্টা ধাওয়ায় শেরপুরে ভোটগ্রহণ শেষ, চল‌ছে গণনা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান প্রমুখ।

এ ছাড়া অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কুদরত-ই-এলাহী কাজল, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সান্তাহার জংশন স্টেশন মাষ্টার রেজাউল করিম ডালিম প্রমুখ।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড