• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকার ক্লাব ভাঙচুরের অভিযোগ

  তৌফিকুর রহমান মাসুদ, শরীয়তপুর

০২ নভেম্বর ২০২১, ২১:২৯
ভাঙচুর
ভাঙচুর করা আওয়ামী লীগের ক্লাব। ছবি : অধিকার

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র দফায় দফায় মারামারি ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে আংগারিয়া ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার ১ নম্বর ওয়ার্ডে প্রচারণায় যাওয়ার সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী আসমা আক্তারের সমর্থকরা বাধা দেয়। পরে আনোয়ার হোসেন হাওলাদার নিজে উপস্থিত থেকে আলী সরদারের বাড়ির সামনের আওয়ামী লীগের ক্লাব ভাঙচুর করে এবং পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে হামলা চালায়।

স্থানীয় এক ভোটার অধিকারকে জানান, স্থানীয় দুই গৃহবধূ আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হাওলাদারকে মারতে আসলে এ ঘটনা ঘটে।

অপর এক ভোটার জানান, ‘আনোয়ার হোসেন হাওলাদার কীসের আওয়ামী লীগ? উনি যদি আওয়ামী লীগ হতো তাহলে নৌকার বিরোধিতা করতে পারত না। শেখ মুজিব, শেখ হাসিনার ছবি ভাঙচুর করতে পারত না। আনোয়ার হোসেন হাওলাদার নিজে সাধারণ নিরীহ মহিলাদের গলার চেন ধরছেন।’

এ দিকে, আওয়ামী লীগের প্রার্থী আসমা আক্তার বলেন, ‘প্রতিনিয়ত দুপুর হলেই যখন আমার কর্মীরা খেতে যায় কিংবা রেস্ট নিতে যায়, তখনি আনোয়ার হামলা করে লুটপাট চালায়। আমি এই ঘটনার বিচার চাই। আমি মনে করি ১১ তারিখ জনগণ ভোটের মাধ্যমে এর উচিৎ জবাব দেবে।’

আরও পড়ুন : অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিল প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

অন্যদিকে, ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদ্য সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার জানান, ‘আজকের ঘটনা দুঃখজনক। আমি নির্বাচনি প্রচারণায় যাওয়ার সময় নৌকার নেতাকর্মীরা আমাকে বাধা দেয়। আমার কোনো পোস্টার নেই, সব ছিঁড়ে ফেলছে তারা। কোনো প্রচারণা করতে দেওয়া হচ্ছে না। নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড নেই।’

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন অধিকারকে জানান, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমি এখনও ঘটনাস্থলে আছি। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড