• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্যামসন এইচ চৌধুরীর নামে সড়ক উদ্বোধন

  পাবনা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৪
ছবি : দৈনিক অধিকার

দেশবরেণ্য শিল্পোদ্যোক্তা, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মদিন উপলক্ষে তার নামে সড়ক উদ্বোধন করেছেন কোয়াবের সভাপতি, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুজানগর পৌর এলাকার প্রধান সড়ক ‘স্যামসন এইচ চৌধুরী’ ও উপজেলা সড়ক ‘শহীদ মোস্তফা কামাল দুলাল’ নামে পৃথক দুটি সড়কের নামকরণের উদ্বোধন করেন তিনি। এরপর তিনি উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা, অসহায়, দুস্থ এবং কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

মতবিনিময় সভায় অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, বর্তমানে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ। দলের মধ্যে ঘাপটি মেরে আছে শত্রুরা। সামনে দুঃসময় আসছে। সংকট মোকাবেলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সকল বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. বেলায়েত আলী বিল্লু, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, পৌর মেয়র রেজাউল হক বাবু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বিশ্বাস, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন : কয়রাবাসীর ভোগান্তি লাঘবে সড়ক প্রশস্তকরণ কাজ চলমান

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান উজ্জল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন, বীরমুক্তিযোদ্ধা এসএম শামসুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ওডি/এএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড