• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালায় ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

  সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা)

২১ সেপ্টেম্বর ২০২১, ১২:২৫
তালা
ছবি : প্রতীকী

তালা উপজেলার ১১ ইউনিয়নে ৬টিতে নৌকা ৫টিতে সতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। তবে ইভিএম ৩ ইউপিতেই বে-সরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটাররা প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্বতস্পূর্তভাবে ভোটাধীকার প্রয়োগ করে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৩টি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।

৬ নম্বর তালা সদর ইউনিয়নে সরকার জাকির হোসেন (নৌকা) ৭ হাজার ৮ শত ৮১ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদন্দ্বি প্রার্থী এস এম নজরুল ইসলাম (লাঙ্গল) ৭ হাজার ১ শত ১৯ ভোট পেয়েছেন।

১২ নম্বর খলিলনগর ইউনিয়নে প্রণব ঘোষ বাবলু (নৌকা) ১০ হাজার ৩ শত ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদন্দ্বি এস এম আজিজুর রহমান রাজু (আনারস) ৭ হাজার ৩ শত ৩৫ ভোটে বিজয়ী হয়েছেন। ৫ নং তেঁতুলিয়া ইউনিয়নে আবুল কালাম ( নৌকা) ১১ হাজার ১ শ ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদন্দ্বি আফতাব উদ্দিন (চশমা) পেয়েছেন ২ হাজার ৩ শত ভোট।

সর্বশেষ বেসরকারি তথ্য মতে, রাত ১১টা পর্যন্ত ১নম্বর ধানদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন (উড়োজাহাজ)

২ নম্বর নগরঘাটা ইউনিয়নে কামরুজ্জামান লিপু (নৌকা)

৩ নম্বর সরুলিয়া ইউনিয়নে সাংবাদিক আব্দুল হাই (মোটরসাইকেল),

৭ নম্বর ইসলামকাটি ইউনিয়নে গোলাম ফারুক (চশমা)

৮ নম্বর মাগুরা ইউনিয়নে গনেষ দেবনাথ (নৌকা)

৯ নম্বর খলিশখালী ইউনিয়নে সাংবাদিক মোজাফ্ফর রহমান (নৌকা)

১০ নম্বর খেশরা ইউনিয়নে কামরুল ইসলাম লাল্টু (আনারস)

জালালপুর ইউনিয়নে এম মফিদুল ইসলাম লিটু (আনারস) প্রতীক নিয়ে প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড