শাহ মুহাম্মদ রুবেল, কক্সবাজার
নাফনদীতে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সাথে মাদক কারবারিদের গুলি বিনিময়ে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ২ বিজিবি সদস্য। মঙ্গলবার (৯ মার্চ) রাত আড়াইটায় উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র অধিনায়ক ফয়সাল হাসান খান।
নিহতরা হলেন, সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মো. বাবুলের ছেলে মো. ইউনুস আলম (৩৫) ও একই এলাকার মৃত আবদুল কালামের ছেলে মো. রুবেল (২০)।
নিহতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, কিরিচ ও দেশী তৈরি অস্ত্র।
গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের সংবাদের ভিত্তিতে নাফনদীতে বিজিবির টহল দল অভিযান চালায়। এসময় মিয়ানমার থেকে বাংলাদেশ অভিমুখে আসা একটি নৌকা থেকে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে বিজিবির নায়েক মাজহারুল (৬৫) ও সিপাহী রুমেল মিয়া (১৯) আহত হয়।
জবাবে বিজিবি পাল্টা গুলি ছুঁড়লে তিন জন মাদক পাচারকারী নৌকা থেকে লাফিয়ে সাঁতার কেটে মিয়ানমার শূন্য রেখা অতিক্রম করে পালিয়ে যায়।
আরও পড়ুন : দোহাজারী কলার আড়তে জমজমাট বেচাকেনা
পরে নৌকাটি তল্লাশি করে গুলিবিদ্ধ দুই জনকে উদ্ধার করা হয়। পরে তাদের টেকনাফ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন এই বিজিবি কর্মকর্তা।
ওডি/এইইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড