• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙ্গামাটি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা

  কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি

১৭ ডিসেম্বর ২০২০, ১৭:৩৮
সংবর্ধনা
রাঙ্গামাটি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদানকালে ছাত্রলীগ (ছবি : দৈনিক অধিকার)

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত ২ সদস্যকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রলীগের পক্ষ থেকে এই গণ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন। আর অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক এ আর লিমন। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, ও দীপ্তিময় তালুকদার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বেবী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি জয়সীম বড়ুয়া, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. আল আমিন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

সংবর্ধনা সভায় ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের দুঃখ-দুর্দশাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি নির্বাচিত সদস্যরা ছাত্রলীগের প্রতি সু-নজর রাখার আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড