• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুজিববর্ষ উপলক্ষে বগুড়ায় আইডিয়াল বিদ্যালয়ে বৃক্ষরোপণ

  বগুড়া প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:১১
বগুড়া
বগুড়া আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ

মুজিববর্ষ উপলক্ষে বগুড়া আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের বড়গোলা এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক নাছিমা আকতার বানু’র অর্থায়নে শিক্ষার্থীর অভিভাবকদের হাতে খাতা তুলে দেয়া হয়। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের পড়াশুনার অগ্রগতির জন্য ১ম থেকে ৫ম শ্রেণীর সকল শিক্ষার্থীকে ৬ টি করে খাতা প্রদান করা হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি শরিফুল ইসলাম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা লায়লা শিরিন নাহার, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সহ: শিক্ষক জাকিয়া আখতার, রেজিনা ইয়াসমিন, রোকসানা আকতার, শ্রাবনী রানী, তাছনিয়া আইরিন, অভিভাবক রূপা বেগম, স্বপ্না খাতুন, আব্দুল মালেক।

এসময় সামাজিক দুরত্ব নিশ্চিত করা সহ নিয়মিত হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনা করার আহবান জানান শিক্ষকবৃন্দ। পরে বিদ্যালয় প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন বগুড়া বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড