• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিকলে বেঁধে শিশুকে সৎ মায়ের নির্যাতন!

  সাভার প্রতিনিধি, ঢাকা

০৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৫০
শিশু
সৎ মায়ের নির্যাতনের শিকার শিশু মানিক (ছবি : দৈনিক অধিকার)

সাভারের আশুলিয়ায় মানিক (৭) নামে এক শিশুকে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখত তার সৎ মা। কোনো কথা বললে ঝুলিয়ে মাথা নিচের দিকে দিয়ে বাঁশ ও ঝাড়ু দিয়ে পেটাত। এমনকি সৎ মা মাঝে মধ্যে তার গলাও চেপে ধরত বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার টেঙ্গুরী নির্মাণ টেক এলাকার একটি বাসায় শিকলে বাঁধা ওই শিশুকে উদ্ধার করে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আশুলিয়ার ওই এলাকার রিন্টু মিয়ার শ্রমিক কলোনির একটি কক্ষে মানিককে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে তারই সৎ মার বিরুদ্ধে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই সাথে তার বাবা ও সৎ মাকে থানায় আনা হয়েছে।

শিশু মানিকের অভিযোগ, সৎ মা তাকে সবসময় শিকল দিয়ে বেধে রাখে। কোনো কথা বললে ঝুলিয়ে মাথা নিচের দিকে দিয়ে বাঁশ ও ঝাড়ু দিয়ে পেটায়। এমনকি রেগে গলাও চেপে ধরে তার।

আরও পড়ুন : তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

বিষয়টিতে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান দৈনিক অধিকারকে জানান, শিশু নির্যাতনের খবর শুনে ঘটনাস্থল থেকে ওই শিশুটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পাশাপাশি নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড