• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর ২০২০, ২২:০০
লাশ
নিহতের লাশের পাশে স্বজনদের আহাজারি (ছবি : দৈনিক অধিকার)

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় তরিকুল ইসলাম (২৫) নামে এক মুদি দোকানের কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে অপর দোকানের এক কর্মচারী।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম উপজেলার সুবদিয়া গ্রামের মনি উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সরোজগঞ্জ বাজারের গৌতম ষ্টোরে কর্মচারী হিসেবে কাজ করত তরিকুল। সন্ধ্যায় পার্শ্ববর্তী সাহা ষ্টোরের আরেক কর্মচারী রিফাতের সাথে কথা কাটাকাটির সৃষ্টি হয় তরিকুলের। পরে দুজনরে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে রাগান্বিত হয়ে তরিকুলের পেটে বুমা (বস্তা থেকে চাল বের করার জন্য ধারালো অস্ত্র বিশেষ) ঢুকিয়ে দেয় রিফাত। এতে তরিকুল গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। একপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : লাশ নিয়ে ফিরতে গিয়ে লাশ হলেন নিজেরাই

ঘটনার সত্যতা স্বীকার করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান দৈনিক অধিকারকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করতে পুলিশি অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড