• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনারগাঁয়ে খেলাঘর আসরের বৃক্ষরোপণ কর্মসূচি

  সোনারগাঁ প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর ২০২০, ১১:২০
নারায়ণগঞ্জ
সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈমানের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান ও প্রায়ত বিজ্ঞানী ডঃ আলী আজগর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, ঈমানের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোশারফ হোসেন মিলন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ,সুপ্তি খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেন, ঈমানের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুদুর রহমান, সোনালী ব্যাংক সোনারগাঁ শাখা ব্যবস্থাপক মতিউর রহমান, ঈমানের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, খেলাঘর সংগঠক আলেয়া বেগম, স্থানীয় নারীনেত্রী শ্যামলী চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের সাথে নিয়ে স্কুল মাঠে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন।

আরও পড়ুন : জামালপুরে করোনায় নতুন শনাক্ত ১ ও মৃত্যু ১জনের

সভায় বক্তারা বলেন, শিশুদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে বই পড়ার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হতে হবে। বই পড়ার পাশাপাশি গান কবিতা ছবি আঁকা এর সাথে সম্পৃক্ত হতে হবে। তবেই মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠতে পারে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড