• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধুর স্মরণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে ‘বর্ষা’

  ভোলা প্রতিনিধি

১৫ আগস্ট ২০২০, ০৯:৪৪
ভোলা
আরমিন সালাম বর্ষা

ভোলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ স্লোগানে ৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ আগস্ট) ভার্চুয়াল অনলাইনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ‘ক’ বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছে ঢাকা বিএম ল্যাবরেটরি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী আরমিন সালাম বর্ষা।

বিচারগণ বর্ষাকে চিত্রাঙ্কন ‘ক’ প্রতিযোগিতায় প্রথম স্থান ঘোষণা করেন। ঢাকা বিএম ল্যাবরেটরি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী আরমিন সালাম বর্ষা ভোলা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলুর মেয়ের ঘরের নাতনী। বর্ষার পিতা আবদুস সালাম একজন ইঞ্জিনিয়ার ও মাতা শাহামিনা শারমিন গৃহীনি। একমাত্র মেয়ের এই সাফল্যে তার বাবা-মা আনন্দ প্রকাশ করেছেন।

ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব আইরিন সালাম বর্ষার আঁকা ছবি স্বাধীনতা দিবসে কিংবা বিশেষ কোন দিবসের কার্ডে ছাপার বিবেচনা করার জন্য বলেন।

আরও পড়ুন : গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি’র চুরি ঘটনায় যুবলীগ নেতা বহিষ্কার

প্রথম স্থান অধিকারকারী আরমিন সালাম বর্ষা বলেন, বঙ্গবন্ধুর ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যেই বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ধরনের ছবি আঁকছি। ১৫ আগস্ট উপলক্ষে এই ছবিটি এঁকে প্রথম স্থান হতে পেরে খুবই আনন্দ লাগছে। ভবিষ্যতে আরোও সুন্দর সুন্দর ছবি আকার চেষ্টা করবো।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড