• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানিকগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে দুই নারীর মৃত্যু

  সারাদেশ ডেস্ক

২২ জুন ২০২০, ১৪:৪৩
হাসপাতাল
মানিকগঞ্জ সদর হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মানিকগঞ্জে দুই নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) রাতে মানিকগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই দিন দুপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই দুই নারী।

নিহতরা হলেন- ঘিওর উপজেলার মৌহালী গ্রামের বাসিন্দা মারতী সরকার (৪১) ও সদর উপজেলার জয়রা হাট এলাকার হামিদা বেগম (৫১)।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই দুই নারী রবিবার দুপুরে হাসপাতালে আসেন। চিকিৎসকরা তাদের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। তাদের অবস্থা সংকটাপন্ন ছিল। পরবর্তীকালে রাতে দুজনই মারা যান। মৃত্যুর পর তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : পরীক্ষা না করেই যুবককে করোনামুক্ত ঘোষণা, পরদিনই মৃত্যু

উল্লেখ্য, এ নিয়ে এখন পর্যন্ত মানিকগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হলো। এছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড