• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুষ্টিয়ায় করোনায় মারা গেলেন সমাজকর্মী

  নিজস্ব প্রতিবেদক

২১ জুন ২০২০, ১৮:৫০
সমাজকর্মী
কুষ্টিয়ায় করোনায় মারা গেলেন সমাজকর্মী

কুষ্টিয়ায় উপজেলার কোর্টপাড়া এলাকায় করোনা আক্রান্ত রিজিয়া খাতুন (৬৪) নামের এক সরকারি কর্মচারির মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) ভোর সাড়ে ৪টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত চারজনের মৃত্যু হলো।

মৃত রিজিয়া খাতুন শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা মৃত ফকির মোহম্মদের স্ত্রী এবং সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার বলেন, রিজিয়া খাতুন শনিবার দিবাগত রাত আড়াইটায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।

কুষ্টিয়া সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু রায়হান জানান, রিজিয়া খাতুন গত ১০ দিন যাবত জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

গত ২০ জুন করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যবে পরীক্ষার পর ফলাফল পজেটিভ আসে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড