• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৩০৯

  গোপালগঞ্জ প্রতিনিধি

১০ জুন ২০২০, ১৪:১২
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ফাইল ছবি)

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে আকরাম শরীফ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আকরাম শরীফ জেলার সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। গত ২৯ মে করোনা শনাক্ত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি হন।

বুধবার জানাজা শেষে শহরের নবীনবাগস্থ পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, জেলায় এখন পর্যন্ত ৩০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২ জন ও মুকসুদপুর উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে ১৩৭ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন : জামালপুরে ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের করোনা শনাক্ত, মোট ৩৬৪

জেলা স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৯ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪৫ জন, কোটালীপাড়া উপজেলায় ৫৪, কাশিয়ানী উপজেলায় ৮৮ জন ও মুকসুদপুর উপজেলায় ৭৩ জন রয়েছেনে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত রয়েছেন ৩০ জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড