• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শরীয়তপুর সদর হাসপাতাল এখন কুকুরের আশ্রয়স্থল

  শরীয়তপুর প্রতিনিধি

২২ এপ্রিল ২০২০, ১২:১৮
শরীয়তপুর
হাসপাতালে কুকুরের আশ্রয়স্থল

শরীয়তপুর সদর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে কুকুরের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। রোগীদের খাদ্য সামগ্রী কুকুর বিড়াল খেয়ে ফেলে। এছাড়া চোর চক্রের লোকজন সদর হাসপাতালে ঢুকে মোবাইল সহ বিভিন্ন জিনিস চুরি করার ঘটনাও রয়েছে।

২১ এপ্রিল মঙ্গলবার বেলা ১ টায় শরীয়তপুর সদর হাসপাতালে এই কুকুরটি ছাড়া আউট ডোরে কোন মানুষ ছিলেন না। তাছাড়া উপরে রোগী ভর্তি রয়েছে। অবিরাম চিকিৎসা দিচ্ছেন নার্সগন। এ সময় ডাক্তার আছেন একজন ইমারজেন্সি তে।

এছাড়াও প্রিন্স জাকির নামের একজন মন্তব্য করেছেন, তা হুবহু তুলে ধরা হলো, কয়েকদিন আগে দেখলাম স্থানীয় এমপির লোকজন প্রচার করতেছে ঘড়ে ঘড়ে ডাক্তার পৌঁছে চিকিৎসা সেবা দিচ্ছে। তাদের পোস্টে কমেন্ট করেছিলাম হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করার উদ্দোগ গ্রহণ করুন। আমার আশংকাই আজ সত্যি হল। আরেকজন কামরুজ্জামান তুহিন মন্তব্য করেছেন, ওখানে আরও কয়েকটা থাকে তিনি এর আগেও দেখেছেন ?

এর আগেও স্থানীয় দৈনিক রুদ্রবার্তার হাসপাতালে কুকুরের পাল নিয়ে সংবাদ প্রকাশ হয়। তার পরেও ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ। রুগীদের অভিযোগ রয়েছে, কুকুর বিড়াল এসে তাদের খাবার খেয়ে ফেলে। সব সময় কুকুর বিড়াল থেকে সাবধানে থাকতে হয়।

এবিষয়ে হাসপাতাল তথ্য বধায়ক মনির আহম্মেদ খান দৈনিক অধিকারকে বলেন, কুকুরের মাধ্যমে রোগ জীবাণু ছড়াই। কিন্তু হাসপাতাল গেটতো আটকিয়ে রাখা যায় না। আমরা দেখলে কুকুর তাড়িয়ে দেয়। আমাদের কোন স্টাফ কুকুর পোষেন না। চোরের বিষয়ে বলেন, এর আগেও চোর সহ দালাল আটক করে তাদের পুলিশে দিয়েছি। বর্তমানে চোর ও দালাল কমে গেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড