• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খোকসায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দিচ্ছেন ইউএনও

আরও দুই পরিবার হোম কোয়ারেন্টাইনে, এক ব্যবসায়ীকে জরিমানা

  খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া

৩০ মার্চ ২০২০, ১৭:৪৩
খোকসা
বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও মৌসুমী জেরীন কান্তা (ছবি : দৈনিক অধিকার)

দ্বিতীয় দিনেও ভ্যানচালক, দিনমজুর ও দুস্থ পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে সরকারী সহায়তার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন খোকসার উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। একইদিনে ঢাকাফেরত এক স্কুল ছাত্র জ্বর ও সর্দিতে আক্রান্ত হওয়া পাঁচ সদস্যের পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপরদিকে শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা ইতালিফেরত এক প্রবাসী পালিয়ে গিয়ে আর ফেরেনি। অন্যদিকে আইন অমান্য করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

করোনাভাইরাস রোধে সরকারী উদ্যোগের ফলে জীবনযাত্রা সঙ্কুচিত হয়ে পড়েছে। দিনমজুর শ্রেণির মানুষ অর্থ সংকটে পড়েছে।

পুলিশ ও স্বাস্থ্য বিভাগের তথ্যমতে- সম্প্রতি ৬৪ থেকে ৭০ প্রবাসী খোকসাতে ফিরেছেন। তবে গত দুই সপ্তাহে ঢাকা থেকে দেড় হাজারেরও বেশি মানুষ উপজেলাতে ফিরে এসেছেন। প্রথম অবস্থায় প্রবাসী ও ভারত ফেরতসহ ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখে প্রশাসন। এদের মধ্যে জাগলবা গ্রামের এক দম্পতিসহ ১০ জনের হোম কোয়ারেন্টাইনের সময় শেষ হয়েছে। সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর থেকে ঢাকা ফেরতদের চাপ সামলাতে হিমসিম খেতে হচ্ছে জনপ্রতিনিধিদের।

ঢাকাফেরত এক বাড়িতে লাল নিশানা টাঙিয়ে দেওয়া হচ্ছে

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঢাকা ফেরত দশম শ্রেণির এক ছাত্রের বাড়িতে লাল নিশানা টাঙ্গিয়ে দিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। পাঁচ সদস্যের এই পরিবারটি বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকা থেকে নিজের বাড়ি গোপগ্রামে ফিরেছে। পরদিন এই পরিবারের দশম শ্রেণির এক ছাত্র জ্বর ও সর্দি কাশিতে আক্রান্ত হয়। এ নিয়ে প্রশাসনের কাছে প্রতিবেশীরা অভিযোগ করেন।

স্থানীয়রা জানায়, ঢাকাফেরত ওই ব্যক্তি হোম কোয়ারেন্টাইন না মেনে ব্যবসা বাণিজ্য ও গল্প-গুজব করে বেড়াচ্ছেন। অবশেষে সোমবার (৩০ মার্চ) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে পুলিশ ওই ছাত্রের বাড়িতে লাল নিশানা টাঙিয়ে দেয়। পরিবারটির সদস্যদের আগামী ১৫ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ করে।

করোনা আক্রান্তের শঙ্কায় স্কুলছাত্রের বাবার বাড়ির ওপর কোয়ারেন্টাইন ঘোষণার সময় ওই শিক্ষার্থীর মা পারুল আক্তার ঘোরতর আপত্তি জানান।

তিনি জানান, তার ছেলে সাময়িক অসুস্থ হয়েছিল। আবার সুস্থ হয়ে উঠেছে। এ ছাড়া তার স্বামী একমাস আগে ভারত সফর করে দেশে ফিরেছেন। তিনি দাবি করেন, গুজবে কান দিয়ে তাদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

এ সময় উপস্থিত গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, তিনিও স্থানীয়দের অভিযোগ পেয়েছেন। এ ছাড়া উপজেলা ও স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে। এই সময়ে ঘরে থাকা তো খারাপ কিছু না বলেও তিনি মন্তব্য করেন।

অভিযানে থাকা ভবানীগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক বলেন, পাঁচ সদস্যের এই পরিবারটির ঢাকাতে বসবাস করে। ঢাকা থেকে ফেরার পর পরিবারের একজন যেহেতু অসুস্থ হয়ে পড়েছে তাই উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে তিনি দায়িত্ব পালন করছেন। পরিবারটিকে আগামী ১৫ দিন (১৪ এপ্রিল পর্যন্ত) হোম কোয়ারেন্টাইন মানার জন্য অনুরোধ করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান গোপগ্রামের স্কুলছাত্রের বাড়ির সদস্যদের কোয়ারেন্টাইনে রাখার খবরটি নিশ্চিত করেন। সব মিলিয়ে প্রায় ৩০ পরিবার ও ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। ইতোমধ্যে ১০ জনের কোয়ারেন্টাইনে থাকার সময় শেষ হয়েছে। এক দম্পতি স্বাস্থ্য সনদ ও নিয়েছেন। তবে ঢাকা ফেরতদের চাপ বাড়ায় সব ঠিক রাখা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। উপজেলায় এখনো করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি।

জয়ন্তীহাজরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মহিষবাথান গ্রামে শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকা ইতালিফেরত প্রবাসী রবিবার (২৯ মার্চ) আনছার বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে স্ত্রীসহ পালিয়ে যায়। ওই দিনই শ্বশুর হামিদ প্রামাণিকের বাড়ির সব সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কিন্তু পলাতক জামাতাকে আর পাওয়া যায়নি।

এর আগে সকালে উপজেলা সদরের প্রধান বাজারে সরকারী নির্দেশ অমান্য করায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ করে সচেতনতা সৃষ্টি করছেন ইউএনও

এদিকে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক শ্রমজীবী ও দুস্থদের বাড়িতে চাউল, মুড়ি, আলু, তেল পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় পর্যায়ের ব্যক্তি বিশেষের পক্ষ থেকে প্রায় সহস্রাধিক পরিবারের মধ্যে চাউল, আলু প্রয়োজনীয় টাকা পৌছে দেওয়া হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড