• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শার্শায় ইতালিফেরত ব্যক্তি কোয়ারেন্টাইনে

  শার্শা প্রতিনিধি, যশোর

১৬ মার্চ ২০২০, ১০:২৩
যশোর
করোনা ভাইরাস আতঙ্ক (ছবি : দৈনিক অধিকার)

যশোরের শার্শায় এসএম আব্দুর রশিদ (৫৩) নামে এক ইতালিফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ইতালি থেকে ফিরে আসা আব্দুর রশিদ শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের মৃত রাহাতুল্লার ছেলে।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুপ আলী বলেন, আব্দুর রশিদ ১৩ই মার্চ ইতালি থেকে বিমানযোগে আবুধাবি বিমান বন্দরে অবতরণ করার পর বাংলাদেশ এয়ারলাইনসে করে দেশে ফিরে আসেন।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার জামতলা বাজারে তাকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

প্রশাসন রাতেই তাকে বাইরে ঘুরা ফেরা না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন এবং তাকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। সার্বক্ষণিক তার গতিবিধি লক্ষ্য করার জন্য ২ জন স্বাস্থ্য সহকারীকে সর্তক রাখা হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, ইতালি থেকে ফিরে আসা আব্দুর রশিদকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সজাগ রয়েছে।

আরও পড়ুন : ফরিদপুরে লোকাল বাসে ভাড়া ফ্রি

এ দিকে ইতালি থেকে গ্রামে ফিরে আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। সে যেন ১৪ দিনের আগে বাড়ির বাইরে আসতে না পারে সে ব্যাপারে প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য এলাকাবাসী দাবি করেছেন।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড