• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

  কক্সবাজার প্রতিনিধি

১৫ মার্চ ২০২০, ০৯:৪০
কক্সবাজার টেকনাফ
উদ্ধারকৃত স্বর্ণালংকার (ছবি : দৈনিক অধিকার)

টেকনাফ থানার শাপলাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৫।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে ৯টার দিকে আবু তাহেরের সুপারি বাগানে র‌্যাবের অভিযান চালানো হয়। এ সময় ১টি দেশীয় অস্ত্র, ৪ হাজার পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আটক করা হয় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. সিদ্দিকের ছেলে মো. শরিফ হোসেনকে(২২)। এ সময় পালিয়ে যায় অজ্ঞাত ২ থেকে ৩ জন সন্ত্রাসী।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আবু তাহেরের সুপারি বাগানে কিছু অস্ত্রধারী মাদক ব্যবসায়ী অস্ত্র এবং মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মো. শরিফ হোসেনকে ধাওয়া দিয়ে আটক করা হয়।

পরবর্তীকালে তার ডান হাতে থাকা একটি একনলা বন্দুক, প্যান্টের পকেটে ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং কাঁধে ঝুলানো সাইডব্যাগ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবাসহ ২৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

আরও পড়ুন : মির্জাগঞ্জে ৪ লাখ টাকার জাল জব্দ

মো. শরিফ হোসেন এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ওডি/জেএস

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড