• বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসপাতালে

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

১৩ মার্চ ২০২০, ১৫:০০
প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোকলেসুর রহমান বাবলু (ছবি : দৈনিক অধিকার)

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোকলেসুর রহমান বাবলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাইল্ড স্ট্রোক হওয়ায় গত সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, কারাগারে অসুস্থবোধ করায় সকালে বাবলুকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) জরুরি বিভাগে নিয়ে যান কারারক্ষীরা। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা চালায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান ওরফে বাবলু। এ ঘটনায় দায়ের করা মামলার রায়ে গত বছরের ৩ জুলাই বাবলুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন : মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

এছাড়াও পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর বাবলুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড