• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৈরবে মাস্ক বিক্রেতাকে দণ্ড

  ভৈরব প্রতিনিধি

১১ মার্চ ২০২০, ১৬:০৮
ব্যবসায়ী
ব্যবসায়ীকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত (ছবি : দৈনিক অধিকার)

কিশোরগঞ্জের ভৈরবে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় ভৈরব বাজারের নিউ মার্কেট ও হাবিব সুপার মার্কেটে অভিযান চালিয়ে এই দণ্ড দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু ব্যবসায়ী ৫০ টাকার মাস্ক ৩শ টাকায় বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্রেতা সাজিয়ে এক কর্মকর্তাকে পাঠিয়ে এর সত্যতা নিশ্চিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাবিব সুপার মার্কেটের নিলয় স্টোরের মালিক জাকির মিয়াকে ১০ হাজার টাকা, নিউ মার্কেটের সিটি গোল্ড এর মালিক নবীকে পাঁচ হাজার টাকা ও সিটিম্যান এর মালিক কবির মিয়াকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

আরও পড়ুন : হালদায় অবৈধ জাল জব্দ

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসকে পুঁজি করে বেশি দামে মাস্ক বিক্রি করছে। মানবতার দৃষ্টিতে এটি জঘন্যতম কাজ। তাই নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাস্ক বিক্রির করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এ সময় ভৈরব বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়।

ওডি/এএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড