• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কালকিনীতে দরিদ্র মুক্তিযোদ্ধার গাছ কেটে নিল প্রতিপক্ষ

  মাদারীপুর প্রতিনিধি

০৮ মার্চ ২০২০, ০১:৪৩
জমি সংক্রান্ত বিরোধ
দরিদ্র মুক্তিযোদ্ধা জয়নাল সরদার (ছবি : দৈনিক অধিকার)

জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদারীপুরের কালকিনীতে জয়নাল সরদার নামে এক দরিদ্র মুক্তিযোদ্ধার গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ।

শনিবার (৭ মার্চ) দুপুরে মুক্তিযোদ্ধা জয়নাল সরদারের বাড়ির পাশের জমিতে লাগানো চাম্বুল ও মেহগনিসহ প্রায় ৩০টি গাছ কেটে নেওয়া হয়েছে। এ দিন দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

এলাকা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পৌর এলাকার মুক্তিযোদ্ধা জয়নাল সরদারের বাড়ির পাশের শিকারমঙ্গল মৌজার ৮৩৬ নম্বর খতিয়ানের ৫০৮ নম্বর দাগে ২০ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে তিনি প্রায় ২০ বছর আগে চাম্বুল ও মেহগনিসহ শতাধিক গাছ রোপণ করেন। কিন্তু এ জমি নিয়ে মুক্তিযোদ্ধা জয়নাল সরদারের সঙ্গে একই এলাকার কাশেম সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে প্রথম থেকেই জমি দখলের চেষ্টা করে আসছে কাশেম সরদার। এ ঘটনায় মুক্তিযোদ্ধা জয়নাল বাদী হয়ে কাশেমসহ ৪ জনকে আসামি করে মাদারীপুর আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। কিন্তু এ মামলা করায় কাশেম সরদার ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে ওই বিরোধপূর্ণ জমি থেকে ৩০টি গাছ কেটে ফেলেন।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা জয়নাল সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পৈত্রিক জমিতে আমার লাগানো গাছগুলো কেটে নিয়ে গেছে প্রভাবশালী কাশেম ও তার লোকজন। আমার কোনো শক্তি না থাকায় কাশেম গাছগুলো নিয়ে গেছে। আমার টাকা পয়সা না থাকায় কোথাও সঠিক বিচার পেলাম না।’

আরও পড়ুন : শপিং ব্যাগে মিলল চল্লিশ লক্ষ টাকার ইয়াবা

অভিযুক্ত কাশেম সরদার বলেন, ‘ওই জমি আমার, তাই গাছ কেটেছি। আমার কাগজপত্র আছে।’

কালকিনী থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, মুক্তিযোদ্ধা জয়নাল সরদার থানায় মামলা করলে আমরা ব্যবস্থা নেব।

ওডি/জেআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড