• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘দৈনিক অধিকারে’ সংবাদ প্রকাশের পর সেই রাস্তার প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ

  লালমনিরহাট প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৫
কেরোসিন দিয়ে সড়ক সংস্কার
কেরোসিন দিয়ে সড়ক সংস্কার ( ছবি : দৈনিক অধিকার )

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডেম্বুর বাড়ি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার ‘কেরোসিন স্প্রে করে রাস্তা সংস্কার’ এই শিরোনামে দৈনিক অধিকারে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর এ দিন বিকালে রাস্তাটি তদন্ত করতে আসেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী। এ সময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলী নজীর হোসেনকে নির্দেশ দেন।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলা পরিষদের উত্তর পাশে ডেম্বুর বাড়ি থেকে লোকমানের বাড়ি সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। রাস্তাটি নির্মাণের দায়িত্ব পায় সজীব নামে এক ঠিকাদার। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ২০১৮ সালের ৭ অক্টোবর ৬শ ৭০ মিটার এ সড়ক নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও দীর্ঘ ২ বছরে তা নির্মাণ করা হয়নি।

গত ১৫ দিন আগে রাস্তাটি কার্পেটিং করা হয়। কার্পেটিং কাজ রাতে করায় ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ১৫ দিনের মধ্যে রাস্তার কার্পেটিং উঠে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়রা বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে হঠাৎ ঠিকাদারের লোকজন রাস্তাটিতে কেরোসিন তেল স্প্রে করে বালু ছিটিয়ে সংস্কার করেন। যা দেখে স্থানীয়দের মধ্যে আরও ক্ষোভ সৃষ্টি হয়। এ নিয়ে শনিবাব দৈনিক অধিকারের অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন: কেরোসিন স্প্রে করে রাস্তা সংস্কার

লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলী নজীর হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড