• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁশখালীতে আগুনে পুড়ল ৪ বসতঘর

  বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম

২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৪
আগুন
ভয়াবহ এই আগুনে চারটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয় (ছবি : দৈনিক অধিকার)

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় চারটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের রুহুল্লা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে রুহুল্লা পাড়ায় হঠাৎ আগুন লাগে। পরে খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ ৪০ মিনিট ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সোলতান আহমদের ছেলে মুহাম্মদ কামাল ও মুহাম্মদ জামালের দুটি বসতঘরসহ মোস্তাফিজুর রহমান ও জসিম উদ্দীনের আরও দুইটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

স্থানীয়রা ধারণা করছেন, বসতঘরের রান্নার চুলা বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, ভয়াবহ এই আগুনে বসতঘরে থাকা আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন বৈষ্ণব দৈনিক অধিকারকে বলেন, ‘খবর পেয়ে আমার একটি টিম দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়। তারা আমাদের ভুল ঠিকানা দেওয়ায় আমরা অন্য দিকে চলে গিয়েছিলাম। এতে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি বসতঘরের সর্বস্ব পুড়ে যায়।’

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় মোটরসাইকেল জব্দ

এ দিকে, অগ্নিকাণ্ডের খবরে বাঁশখালী পৌরসভার মহিলা কাউন্সিলর রোজিনা সোলতানা ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ব্যক্তিগতভাবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা প্রদান করেন। এছাড়া পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে তাদের আর্থিক সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন কাউন্সিলর রোজিনা সোলতানা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড