• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আনোয়ারায় বন্য হাতির আক্রমণে নারী নিহত

  আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম

০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৯
নিহত
বন্য হাতির আক্রমণে নিহত পল্লী চিকিৎসকের স্ত্রী দেবী রানী (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে দেবী রানী (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার উত্তর গুয়াপ হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দেবী রানী ওই গ্রামের পল্লী চিকিৎসক ডা. অরুণ কান্তি দের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়াং পাহাড়ে অবস্থান নেওয়া হাতিগুলো রাতে লোকালয়ে নেমে এসে বাড়িঘর ভাঙচুর করলে লোকজন তাদের তাড়ানোর জন্য বের হয়। এ সময়ে দেবী রানী নামে ওই নারী ঘরের সামনে হাতির পায়ের নিচে পিষ্ট হয়। এতে শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ নিয়ে গত এক বছরে আনোয়ারায় ২ নারীসহ চারজনের মৃত্যু হলো।

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ দৈনিক অধিকারকে বলেন, ‘বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাটি জানানো হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।’

আরও পড়ুন : কক্সবাজারে ইয়াবা সেবনে পর্যটকের মৃত্যু

এ দিকে, আনোয়ারায় হাতির আক্রমণে একের পর এক মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন- গত দুই বছরে বন্য হাতির আক্রমণে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া অর্ধশতাধিক আহত হওয়ার পাশাপাশি শত শত ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। এসবের মধ্যে বন বিভাগের লোকজন ক্ষতিপূরণের নামে কিছু টাকা দিলেও হাতিগুলো তাড়ানোর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড