• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরায় ২৭৪ ভরি স্বর্ণ উদ্ধার

  সাতক্ষীরা প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২০, ২০:০৭
স্বর্ণ
উদ্ধারকৃত স্বর্ণ ( ছবি : দৈনিক অধিকার )

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাঁড়ি সীমান্ত থেকে ২৭৪ ভরি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। যার ওজন ২ কেজি ৩৫০ গ্রাম।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে সীমান্তের লক্ষীদাঁড়ি বেড়ি বাঁধের ওপর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা।

তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুন অর রশীদ জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরা-ফেরা করতে দেখা যায়। তাকে চ্যালেঞ্জ করা হলে সে একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই প্যাকেট থেকে ২৭৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কালিয়ায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে, ১৪টি ছোট-বড় বার, ২২টি স্বর্ণের চেইন ও ৬টি চেইনের টুকরা।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড