• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

খোকসায় পুড়ল শতাধিক মেহগনি গাছ

  খোকসা প্রতিনিধি

১৯ জানুয়ারি ২০২০, ১২:২৩
খোকসা
পুড়ে যাওয়া বাগানের সামনে মালিক ফারুক মন্ডল (ছবি : দৈনিক অধিকার)

কুষ্টিয়ার খোকসায় শেখপাড়া বিহারিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে দিনেদুপুরে মেহগনি বাগানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে শতাধিক মেহগনি গাছসহ কাশবাগান পুড়ে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে।

ওই বাগানটির মালিক মো. ফারুক মন্ডল। এ বিষয়ে বাগান মালিকের ভাই মো. আব্দুস সাত্তার (৫৫) বলেন, প্রতিবেশি কাইফু (৩০) তার দলবল নিয়ে বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে আমাদের মেহগনি বাগানে আগুন লাগিয়ে দেয়। বাগানের প্রতিটি গাছের বয়স ৮ থেকে ৯ বছর হবে। এতে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।

বাগানে আগুন দেওয়ার ব্যাপারে কাইফু বলেন, আমি আগুন লাগাইনি, তবে আমার বন্ধুরা হয়তো দিতে পারে।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান বলেন, এমন কোনো অভিযোগ নিয়ে আমাদের থানায় কেউ আসেনি। আমরা ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠাচ্ছি। এর সত্যতা পেলে অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

ওডি/এমআই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড