• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেডিকেল হোস্টেলের নালায় মিলল মাথার খুলি-হাড়

  বরিশাল প্রতিনিধি

০২ জানুয়ারি ২০২০, ১৭:১৪
শেবাচিম
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ক্যাম্পাস থেকে মানুষের মাথার খুলি ও দুটি হাড় উদ্ধার করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।

ইন্টার্ন ডক্টরস হোস্টেলের পেছনের নালা থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ওই হাড় ও মাথার খুলি উদ্ধার করেছে বলে জানা যায়।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে ৭ সচিবের শ্রদ্ধা

করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের সুপার ভাইজার সাইদুল ইসলাম জানান, নালাটি পরিষ্কার করার সময় দুপুর ১টার দিকে মানুষের মাথার খুলি ও দুটি হাড় ময়লা-আবর্জনার সঙ্গে পাওয়া যায়। বিষয়টি পরিচ্ছন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। সম্ভবত শিক্ষানবিশ চিকিৎসকরা পড়াশোনার প্রয়োজনে মাথার খুলি ও হাড়গুলো ব্যবহার করে তা নালায় ফেলে দিয়েছে। এ ব্যাপারে অধিকতর খোঁজখবর নেওয়া হচ্ছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড