• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

টসে জিতে বোলিংয়ে কুমিল্লা

  অধিকার ডেস্ক    ২১ জানুয়ারি ২০১৯, ১৩:৩২

বিপিএল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেটপর্ব শেষে আবারও শুরু হচ্ছে ঢাকা পর্বের খেলা। এবারের ঢাকাপর্বে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রাজশাহী কিংস। মেহেদী হাসান মিরাজের সঙ্গে টসে জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার দলনেতা ইমরুল কায়েস। অর্থাৎ রাজশাহীর অধিনায়ক মিরাজরা প্রথমে ব্যাটিং করবেন।

এখন পর্যন্ত চলতি আসরে ৬টি ম্যাচ খেলেছে মিরাজের রাজশাহী। এর মধ্যে ৩ জয়ে পয়েন্ট টেবিলে দলটির অবস্থান পাঁচ নম্বরে। নিজেদের শেষ ম্যাচে রাজশাহী কিংস সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছে ২০ রানে।

সিলেট পর্বের শেষ ম্যাচে জয় পাওয়া রাজশাহী আজ তৃতীয় পর্বে কুমিল্লাকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে আসতে চাইবে। কুমিল্লা শক্তিশালী হলেও মিরাজরা ছেড়ে কথা বলবেন না। কেননা পয়েন্ট টেবিলের প্রথম চারে থাকার জন্য ঢাকায় তৃতীয় পর্বের প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ রাজশাহীর জন্য।

অন্যদিকে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬ ম্যাচ খেলে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে কায়েস বাহিনীরা। আর তাই আজকের ম্যাচে মিরাজদের হারিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চান ইমরুলরা।

রাজশাহী কিংসের একাদশ: মেহেদী হাসান মিরাজ,মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফিস, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জঙ্কার, লরি ইভেনস , টেন ডোসকাটে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, সাইফ উদ্দিন, জিয়াউর রহমান, ওহাব রিয়াজ, মেহেদী হাসান, সামসুর রহমান, লিয়াম ডসন।

এএপি