• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে সেরা বোলিং নৈপুণ্য দেখালেন মাশরাফি

  অধিকার ডেস্ক    ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:৫৮

মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের সেরা বোলিং নৈপুণ্য দেখালেন মাশরাফি বিন মর্তুজা। ইনিংসের প্রথম ওভারে বোলিং আক্রমণে এসে টানা করেন ৪ ওভার। শেষ ওভারটি আবার মেডেন। তুলে নেন ৪ উইকেট। সবমিলিয়ে রংপুর রাইডার্সের অধিনায়কের বোলিং ফিগার ৪-১-১১-৪! তার তোপে লজ্জার রেকর্ডে নাম লেখাল কুমিল্লা। বিপিএলে নিজেদের পক্ষে সর্বনিম্ন ৬৩ রানে গুটিয়ে গেছে দলটি।

মঙ্গলবার মিরপুরে মাশরাফির আগুনে বোলিংয়ে এক পর্যায়ে ৭ ওভারের মধ্যে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল তারকাসমৃদ্ধ কুমিল্লা। যার ৪টি একাই নেন নড়াইল এক্সপ্রেস। সাজঘরে পাঠান তামিম ইকবাল, ইমরুল কায়েস, এভিন লুইস ও কুমিল্লা অধিনায়ক স্টিভ স্মিথকে। ফলে জেগেছিল বিপিএলের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার সম্ভাবনাও। তবে আগের ম্যাচের জয়ের নায়ক শহিদ আফ্রিদির ১৮ বলে ২৫ রানের ইনিংসে সেই শঙ্কা কাটায় দলটি। তবে বিপিএলে চতুর্থ সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়া থেকে রক্ষা পায়নি তারা।

শুরুতে মাশরাফির গতিতে দিশেহারা কুমিল্লার শেষটা মুড়িয়ে দেন রংপুরের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। ৩.২ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন তিনি। পেসার শফিউল ইসলামের ঝুলিতে গেছে ২ উইকেট। বাকিটি নেন ফরহাদ রেজা। তাতে ১৬.২ ওভারেই ১০ উইকেট হারায় কুমিল্লা। এর মধ্যে ৩টি ওভার মেডেন নেন রংপুরের বোলাররা। টি-টুয়েন্টি ক্রিকেটে এমন পরিসংখ্যান পরিচয় দেয় কুমিল্লার হতশ্রী ব্যাটিংয়ের।

আফ্রিদি বাদে কুমিল্লার কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। পাকিস্তানের এই অভিজ্ঞ অলরাউন্ডারের কল্যাণে দলটির সংগ্রহ ৫০ রান পেরিয়ে যায়। তার ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়।

উল্লেখ্য, বিপিএলে সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জার রেকর্ড খুলনা টাইটান্সের দখলে। ২০১৬ সালে তারা রংপুরের বিপক্ষেই তারা ৪৪ রানে হারিয়েছিল সবকটি উইকেট। খেলতে পেরেছিল মাত্র ১০.৪ ওভার! এই তালিকায় কুমিল্লার উপরে থাকা বরিশাল বুলস ৫৮ ও সিলেট সুপার স্টার্স ৫৯ রানে অলআউট হয়েছিল।