• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোজি আফসারীর জন্মদিনে গুগলের ডুডল

  অধিকার ডেস্ক    ২৩ এপ্রিল ২০১৯, ১০:২৩

ডুডল
রোজি আফসারীর জন্মদিন উপলক্ষ্যে গুগলের ডুডল

আজ ২৩ এপ্রিল চলচ্চিত্র অভিনেত্রী রোজি আফসারীর ৭৩তম জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে ডুডল প্রকাশ করেছে গুগল।

রোজী আফসারীর প্রকৃত নাম শামীমা আক্তার রোজী। ছয় ভাইবোনের মধ্যে রোজী ছিলেন সবার বড়। তাঁর লেখাপড়া করা শুরু হয়েছিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে। জুনিয়র ক্যামব্রিজ করেছিলেন ঢাকার ভিকারুননিসা স্কুল হতে।

প্রথমবার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রগ্রাহক আবদুস সামাদের সঙ্গে। সে সংসার বেশিদিন টিকেনি। পরবর্তীতে মালেক আফসারীর সাথে বিবাহে আবদ্ধ হন তিনি। তাঁর সন্তানদের নাম: কবিতা সামাদ ও মোহাব্বত জুবায়ের।

আরও পড়ুন: ভক্তদের হৃদয়ে আজও অমলিন রোজী আফসারী

১৯৬৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রায় ৪ দশক ধরে তিনি প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন রোজী। মাত্র ১৭ বছর বয়সে ১৯৬৩ সালে তিনি প্রথম অভিনয় করার সুযোগ পেলেন ‘এইতো জীবন’ চলচ্চিত্রে। এই চলচ্চিত্রে রোজীর নায়ক ছিলেন শওকত আকবর।

অভিনয় জীবনকে ব্যাপকভাবে সমাদৃত করেছিলেন রোজী আফসারী। তাকে বলা হয় 'বাংলার মুখ'। কখনো দাপুটে নায়িকা, কখনো আদরিনী মা, বড় ভাবী, সংসারের বড় বৌ, এক বিধবা, মহিয়সী নারী চরিত্র, বাদশাহ মহলের নির্বাসিত বেগম কিংবা পরম শ্রদ্ধেয় বড় বোনের চরিত্রে তিনি অভিনয় করেছেন একাগ্রতার সাথে। এর প্রমাণ পাওয়া যায় একালের রূপকথা, বড় বউ, জোয়ার ভাটা, নীল আকাশের নিচে, অশ্রু দিয়ে লিখা, গাঁয়ের বধূ, রুপালি সৈকতে চলচ্চিত্রে। সংগ্রামী নারীর চরিত্রে রোজীর চোখ, মুখে যে আগুন দেখা যেত তার সার্থক প্রতিফলন হলো লাঠিয়াল, আমার সংসার, ওমর আকবর, তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র।

২০০৭ সালের ৯ মার্চ কিডনিজনিত রোগে মাত্র ৫৭ বছর বয়সে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া রেখে পরপারে পাড়ি জমান রোজী আফসারী।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড