• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীঘিনালায় পেঁপে চাষে সফলতা

  মো. সোহেল রানা, দীঘিনালা (খাগড়াছড়ি)

২৬ ডিসেম্বর ২০২১, ১৭:১৭
খাগড়াছড়ি
কৃপাময় চাকমা (ছবি : অধিকার)

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ভৈরফা এলাকায় নিচু পাহাড়ে রেডলেডি জাতে পেঁপে চাষ করে সফল হয়েছেন কৃপাময় চাকমা।

এখন তার বাগানে প্রতিদিন ৪/৫জন বেকার যুবক কর্মসংস্থা হয়েছে। তার পেঁপে চাষের সফলতা দেখে উপজেলা অনেকে বেকার যুবকরা পেঁপে চাষ শুরু করছে।

সফল পেঁপে চাষি কৃপাময় চাকমা বলেন, আমি ৬ শত পেঁপের চারা রোপণ করি এতে আমি মোটমুটি সফল হই। পরে আমি গত বছর ও এ বছর দুইটি বাগানে ১ হাজার পেঁপের চারা রোপণ করি এবং সে গাছ থেকে ৩ থেকে সাড়ে ৩ মাস পর ফলন দেওয়া শুরু করে। দুইটি বাগানে আমার প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা খরচ হয়। এখন আমি দুইটি বাগান থেকে সপ্তাহে ৫/৬ শত কেজি পেঁপে বিক্রি করছি। ঢাকা থেকে পাইকার এসে প্রতি কেজি পেঁপে ৩০/৩৫ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছে। আশা করছি আমার দুইটি বাগানে প্রায় ৭/৮ লাখ টাকা পেঁপে বিক্রি করতে পারব। পেঁপে চাষ সম্পর্কে সরকারিভাবে প্রশিক্ষন ও ঋণ পেলে বেকার যুবকদের পেঁপে চাষ করতে আগ্রহ বাড়বে।

তিনি আরও বলেন, আমি এক সময় বেকার ছিলাম আজ আমার বাগানে ৪/৫ জন বেকার যুবক কাজ করছে। এতে তাদের কর্মসংস্থান হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরে আলম ছিদ্দিকী বলেন, পেঁপে চাষিরা কৃষি অফিসে আসলে পেঁপে চাষের আধুনিক পদ্ধতিতে চাষের জন্য পরামর্শ দেওয়া হয়। যাতে করে তারা বেশি লাভবান হতে পারে। সেক্ষেত্রে সঠিক গুনগত মানের বীজ থেকে নিজেরাই চারা উৎপাদন করতে হবে এবং দেড় মাস বয়সের চারা জমিতে রোপণ করতে হবে। প্রচুর পরিমান জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সারে গাছের কোন ক্ষতি হয় না।

ওডি/এফই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড