• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুকে বিভ্রাট!

  অধিকার ডেস্ক

০৪ জুলাই ২০১৯, ০১:১৭
ফেসবুক
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে যোগাযোগে বিভ্রাট ঘটেছে। বুধবার (৩ জুলাই) সন্ধ্যার পর থেকেই বিশ্বব্যাপী এ সমস্যার সৃষ্টি হয় বলে ব্যবহারকারী সূত্রে জানা গেছে।

সন্ধ্যার একটু পর থেকেই ব্যবহারকারীরা ছবি আপলোড, ম্যাসেঞ্জারে ছবি আদান প্রদান ও ডাউন লোড করতে যেয়ে বিভ্রাটের সম্মুখীন হয়েছেন। মেসেজ আদান প্রদান করতে পারলেও দুই প্রান্তের কোন ব্যবহারকারীই তাদের পাঠানো ছবি দেখতে পারছেন না। তবে ম্যাসেঞ্জারের অডিও ও ভিডিও কলে কোনো সমস্যা দেখা যায় নি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তা জানান, ‘ফেসবুকে ও ম্যাসেঞ্জারের সমস্যাটি বিশ্বব্যাপী।’

তবে এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি দেয় নি। এই সমস্যার সমাধান কখন হবে সে ব্যাপারেও কিছু জানা যায় নি। তাই যারা ম্যাসেঞ্জারে কাজ করে থাকেন তারা সাময়িক ভাবে একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড