• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

টুইটার কর্মীদের বাসায় বসে কাজের নির্দেশ

  প্রযুক্তি ডেস্ক

১২ মার্চ ২০২০, ১৫:৩২
টুইটার
টুইটার (ছবি : ইন্টারনেট)

মরণঘাতী কোভিড-১৯-এর সংক্রমণ ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার তার কর্মীদের ঘরে বসে কাজ করার নির্দেশ দিয়েছে।

গত সপ্তাহে টুইটার একটি ব্লগ পোস্টে জানিয়েছিল, হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ার টুইটার কর্মীদের ঘরে বসে কাজ করা বাধ্যতামূলক। কিন্তু আজ (বৃহস্পতিবার) মাইক্রো ব্লগিং সাইটটি এক ঘোষণায় সারা বিশ্বের সকল কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।

বাসায় থেকে কাজ করলে কমে যেতে পারে কাজের গতি। তবে নির্ধারিত বেতন থেকে চুক্তিভিত্তিক কাজে নিয়োজিত কর্মীদের বঞ্চিত করবে না টুইটার। এছাড়া বাসায় অফিসের মতো যাদের সেটআপ প্রয়োজন, তাদের জন্য কোম্পানিটি অর্থ বরাদ্দ করবে। এমনকি ডে-কেয়ারের জন্য অতিরিক্ত খরচও বহন করবে তারা।

অঞ্চল বিশেষে একই রকম নিয়ম জারি করেছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট ও গুগল। তবে সারা বিশ্বের ৪ হাজার ৯০০ টুইটার কর্মীর জন্যই নির্দেশনাটি প্রযোজ্য।

আরও পড়ুন : ফোনের বাজারে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন কোনটি?

গত বুধবার (১১ মার্চ) ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন করোনা ভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে। এ পর্যন্ত করোনা ভাইরাসে ১ লাখ ২৬ হাজার ২৫৮ জন আক্রান্ত হয়েছেন। আর ৪ হাজার ৬৩৮ জনের মৃত্যু হয়েছে।

ওডি/এওয়াইআর