• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথমবারের মতো ইউটিউবের আয় জানাল গুগল

  প্রযুক্তি ডেস্ক

০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩০
ইউটিউব
ছবি : ইউটিউব

সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ৪র্থ প্রান্তিকের আয় সম্পর্কে জানিয়েছে গুগল। এবারই প্রথম ইউটিউবের মুনাফা সম্পর্কে গুগল জানিয়েছে। বিজ্ঞাপন বাবদ বিগত ৩ মাসে ইউটিউবের আয় হয়েছে প্রায় ৫০০ কোটি ডলার।

ইউটিউব প্রায় ১৫ বছর ধরে গুগলের মালিকানায় রয়েছে। গুগল বলছে, ইউটিউব গত বছর মোট ১ হাজার ৫০০ কোটি ডলার আয় করেছে। এ দিকে ইউটিউবের কাছ থেকে গুগলের মোট বার্ষিক লাভের প্রায় ১০ শতাংশ এসেছে।

ইউটিউবকে বিজ্ঞাপন ব্যবসার হিসাবে ফেসবুকের ছয় ভাগের এক ভাগ বলা হয়। তবুও ইউটউবের বিজ্ঞাপন ব্যবসার পরিসর অনেক বড়। আর বিজ্ঞাপন বাদেও ইউটিউব প্রিমিয়াম সেবার অধীনে ২ কোটিরও বেশি নিবন্ধিত গ্রাহক রয়েছে।

আরও পড়ুন : করোনা ভাইরাসের তথ্য জানানোর প্রলোভনে স্ক্যাম

২০১৮ সালের তুলনায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ১৭ শতাংশ আয় বেড়েছে। মুনাফার দিক থেকে অ্যালফাবেট ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। কিন্তু প্রতিষ্ঠানটি আয়ের দিক থেকে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ কারণেই হয়তো অ্যালফাবেট প্রথমবারের মতো ইউটিউব ও গুগল ক্লাউড সেবার আয় সম্পর্কে জানাল।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড