• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাসূল (সা.) এর ভবিষ্যৎ বাণী (৫ম পর্ব)

  অধিকার ডেস্ক    ০৫ নভেম্বর ২০১৮, ১৩:২৮

রাসূল
ছবি : প্রতীকী

পক্ষাঘাত ব্যাধি ও মহামারীর প্রাদুর্ভাব সম্পর্কে-

মহান আল্লাহ তাআলা বলেন, “মানুষের কৃতকর্মের দরুণ জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। যার ফলে আল্লাহ তাআলা তাদের কতিপয় কৃতর্কমের স্বাদ (শাস্তি) তাদেরকে আস্বাদন করান। যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে।” (সূরা রূম- ৩০/৪১)

আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, “তোমাদেরকে যে সব বিপদাপদ স্পর্শ করে, সেগুলো তোমাদেরই কৃতকর্মের কারণে হচ্ছে। অনেক গুনাহ তো আল্লাহ তাআলা ক্ষমাই করে দেন।” (সূরা শূরা- ৩০)

সাহাবী আনাস ইবনে মালেক রাঃ. বলেন, রাসূল (সা.) বলেছেন, পক্ষাঘাত ব্যাধির মহামারীর প্রাদুর্ভাব ঘটবে। এমন কি মানুষ রোগকে মহামারী ভাবতে শুরু করবে। (মুসান্নিফে আব্দুর রাযযাক- ৩/৫৯৭)

আগের পর্ব পড়তে : রাসূল (সা.) এর ভবিষ্যৎ বাণী (৪র্থ পর্ব)

উল্লেখ্য যে, জলে ও স্থলে তথা সারা বিশ্বের মানুষের কু-কর্মের কারণে যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, সে বিপর্যয় বলতে দুর্ভিক্ষ, মহামারী, অগ্নিকাণ্ড, পানিতে নিমজ্জিত হওয়ার ঘটনাবলির প্রাচুর্য, সব কিছু থেকে বরকত উঠে যাওয়া, উপকারী বস্তুর উপকার কম হওয়া এবং ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি বিপদাপদ বুঝানো হয়েছে। যা বর্তমান সময়ে স্বাভাবিক অবস্থা মনে করে মানুষ তাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। (তাফসীরে কুরতুবী)

আর মানবতার শত্রুদের পক্ষ হতে মানুষের ওপর এমন “ভাইরাস” আক্রমন করা হবে, যা পক্ষাঘাত ব্যাধির কারণ হবে। ইতোমধ্যে এমন এমন যন্ত্রের আবিষ্কার করা হয়ে গেছে যেগুলোর সাহায্যে শুন্যে অবস্থানরত বিভিন্ন রোগের জীবানুগুলোকে একত্রিত করে ‘‘জীবানু অস্ত্র” তৈরি করা হয়েছে। এই অস্ত্র ভবিষ্যতে প্রয়োগের মাধ্যমে মানুষের মাঝে নানা ধরণের রোগ বিস্তার লাভ করবে।

লেখক : মাওলানা আখতারুজ্জামান খালেদ, ইমাম ও খতীব

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড