• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুনি মাজেদকে জিজ্ঞাসাবাদের আহ্বান নাসিমের

  নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২০, ১২:৩০
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধুর খুনি মাজেদকে জিজ্ঞাসাবাদ করে সব তথ্য বের করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। মঙ্গলবার এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান তিনি। নাসিম বলেন, খুনি আব্দুল মাজেদ শুধু ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত নন, ৩ নভেম্বর জেলখানায় ঢুকে জাতীয় চার নেতার নির্মম হত্যকাণ্ডেরও অন্যতম আসামি। তাই তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সব তথ্য বের করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

১৪ দলের মুখপাত্র বলেন, করোনার মহাদুর্যোগের মধ্যেও একটি স্বস্তিদায়ক খবর ১৫ আগস্ট ও জেলহত্যায় মৃতুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাজেদ গ্রেফতার হয়েছেন। এতে সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও খুশি।

আরও পড়ুন : ২৩ বছর কলকাতায় ছিলেন বঙ্গবন্ধুর খুনি মাজেদ

তিনি বলেন, দীর্ঘ পাঁচ যুগ পরে জাতির পিতা ও জাতীয় চার নেতা হত্যকাণ্ডে জড়িত জঘন্য ও বিশ্বাসঘাতক খুনি মাজেদকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বিচক্ষণতা ও সাহসের পরিচয় দিয়েছে, সেজন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড