• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিনাইল বোর্ডের কারণেই দ্রুত আগুন ছড়িয়েছে : ফায়ার সার্ভিস

  অধিকার ডেস্ক    ২৯ মার্চ ২০১৯, ০০:০২

বনানীর অগ্নিকাণ্ড
প্রেস ব্রিফিং করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। (ছবি : সংগৃহীত)

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ফিনাইল বোর্ডের ডেকোরেশন থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। তিনি এও বলেছেন, ‘এখন ভেতরে আর কোনো আগুন নেই’। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকে তিনি একথা জানান।

আগুন ছড়ানোর কারণ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এ মহাপরিচালক বলেন, ‘টাওয়ারের ভেতরে ফিনাইল বোর্ডের ডেকোরেশন ছিল। মূলত এর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও এর তীব্রতা বৃদ্ধি পায়। ফিনাইল বোর্ডসহ প্লাস্টিকের যেসব আইটেম রয়েছে, সেগুলো ওয়ান কাইন্ড অব ফুয়েল। এগুলোতে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে যায় এবং এতে তাই হয়েছে।’

ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন আরও বলেছেন, ‘ফিনাইল বোর্ড ও প্লাস্টিকের আইটেম ছাড়াও ভেতরে অনেক ইলেক্ট্রনিকস যন্ত্রপাতি ছিল, বিশেষ করে কম্পিউটার, এসি ও আরও নানা কিছু। তাছাড়া ফ্লোরে কার্পেট থাকার কারণেও এই আগুনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়।’

সাজ্জাদ হোসেন এও বলেছিলেন, ‘আমাদের প্রথম গাড়ি দুপুর ১টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। আগুন ৮, ৯ ও ১০ নম্বর ফ্লোরে ছড়িয়েছে। তদন্তের আগেই আগুন লাগার কারণ নিয়ে কিছু বলতে চাইছি না। আমাদের সার্চিং অপারেশন চলছে। ভেতরে আমাদের ১০-১২ টিম ডিটেইলস সার্চ করছে। আগামীকাল ১০টা পর্যন্ত তা চলবে। এরপর আমরা পুলিশের কাছে ভবনটি হস্তান্তর করব।’

হতাহতদের বিষয়ে তিনি বলেন, ‘প্রথম যাদের মৃত্যু হওয়ার তথ্য পাওয়া গেছে, তারা আগুনে পুড়ে মারা যায়নি; ভয়ে যারা লাফিয়ে পড়েছে তারা গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে গেলে সেখানে মারা যান। আর পরে যাদের মরদেহ ভবনের ভেতর থেকে বের করা হয়, তারা সাফোকেশনে মারা গেছেন।’

ভবনটির নিজস্ব কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা তা জানতে চাইলে তিনি বলেন, ‘সামান্য কিছু যন্ত্রপাতি ছিল, যেগুলো ব্যবহার উপযোগী ছিল না।’

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া এখনো কমপক্ষে ৭০ জন ঢাকা মেডিকেলসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আরও পড়ুন :- বনানীর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৫, আহত ৭০

ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট দীর্ঘ ছয় ঘণ্টা প্রচেষ্টার পর এ অগ্নিকাণ্ডের পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। যদিও এ উদ্ধার অভিযানে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যারাও অংশ নিয়েছিলেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড