• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হঠাৎ জরুরি বৈঠকে বসছে ইসি

  নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২০, ১৫:৩০
নির্বাচন
নির্বাচন ভবন (ছবি : দৈনিক অধিকার)

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচন নিয়ে হঠাৎ জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার পিএস একেএম মাজহারুল ইসলাম।

মাজহারুল বলেন, এ বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না। তবে কমিশনাররা আজ বিকালে আলোচনায় বসবেন।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়েছে।

এ দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেছেন, ইসি হঠাৎ জরুরি বৈঠক ডেকেছে। সেখানে আমাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতি বিচার-বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিলে নির্বাচনের তারিখ পেছাবে।

পূজার্থীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের যৌক্তিকতা দেখেই সিদ্ধান্ত নিতে হয়।

আরও পড়ুন : মেশিনে নয় দখলে জাল ভোট সম্ভব : ইসি রফিকুল

নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করছেন পূজার্থীরা। এ নিয়ে তাদের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিলেও তার আপিলের শুনানি রয়েছে আগামী রবিবার (১৯ জানুয়ারি)।

এছাড়া সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এখন পর্যন্ত প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার থেকে ঢাবির শিক্ষার্থীরা অনশন শুরু করেন।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড