• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গত বছর সড়কে গেছে ৫২২৭ প্রাণ

  নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২০, ১৪:১৪
ইলিয়াস কাঞ্চন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইলিয়াস কাঞ্চন (ছবি : সংগৃহীত)

সারা দেশে ২০১৯ সালে দুর্ঘটনায় ৫২২৭ জন নিহত এবং ৬৯৫৩ জন আহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) পরিসংখ্যানে বিষয়টি উঠে এসেছে।

শনিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কাজ করা সংগঠনটি তাদের পরিসংখ্যান তুলে ধরে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ৪৭০২টি। এতে আহত হন ৬৯৫৩ জন আর নিহত হন ৪৩৫৬ জন। তবে হাসপাতালে ভর্তির পর ও হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর আনুমানিক মৃত্যু হয়েছে ২০ শতাংশ অর্থাৎ ৮৭১ জনের। সব মিলিয়ে ২০১৯ সালে নিহতের সংখ্যা ৫২২৭ জন। এছাড়া রেলপথে ১৬২টি দুর্ঘটনায় নিহত হন ১৯৮ জন এবং আহত হন ৩৪৭ জন। অন্যদিকে নৌ দুর্ঘটনার সংখ্যা ৩০টিতে, নিহত হন ৬৪ জন এবং আহত হন ১৫৭ জন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৯ সালে গত ২ বছরের তুলনায় দুর্ঘটনা অনেক বেড়েছে। যা ভয়াবহ আকার ধারণ করেছে। অশিক্ষিত ও অদক্ষ চালক, ক্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণের ক্রুটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইন ও তার যথারীতি না প্রয়োগ ইত্যাদিই এসব দুর্ঘটনার জন্য মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায়।

আরও পড়ুন : রেলে আসছে নতুন ট্রেন

সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড