• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজধানীতে বোমাতঙ্ক শেষে পুলিশ পেল লিপস্টিক

  নিজস্ব প্রতিবেদক

০৯ জুন ২০১৯, ১৫:৫৫
বোম ডিসপোজাল ইউনিট
ফাইল ফটো

রাজধানীতে বোমাতঙ্কে দুই ঘণ্টা কাটানোর পর লিপস্টিকসহ কিছু কসমেটিকস উদ্ধার করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।

রবিবার (৯ জুন) বিজয় সরণির সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে হালকা সবুজ রঙের একটি ব্রিফকেস দেখতে পান কয়েকজন নির্মাণ শ্রমিক। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারপাশ ঘিরে ফেলে। ডাক পড়ে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের। ঘণ্টাখানেক ব্রিফকেসটি পরীক্ষা-নীরিক্ষা করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে ব্রিফকেস খোলা হয়। ব্রিফকেস খুলতেই চোখে পড়ে কয়েকটি লিপস্টিক। সঙ্গে ছিল নারীদের ব্যবহারের অন্য কসমেটিকসও।

তেজগাঁও থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ব্রিফকেসটি হালকা সবুজ রঙের ছিল। সাধারণ মানুষ বোমা ভেবে পুলিশকে খবর দেন। আসলে এটি সাধারণ ব্রিফকেস। এটির মালিকের সন্ধান পাওয়া যায়নি।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড