• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেরদৌসের প্রচারণায় আ.লীগের ২ গ্রুপে মারামারি

  নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:৪১
আহত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় রাজধানীর হাতিরপুলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নির্বাচনী প্রচারণার মিছিলে কারা সামনে দাঁড়াবে এটি নিয়ে ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে শুরু হয় মারামারি।

১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমসম্পাদক মোশারফ হোসেন রাজা বলেন, দুপুরে আমরা ঢাকা-১০ এ নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশ নিই। পরে হাতিরপুল থেকে মিছিল সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা আক্রমণ করেন। লাঠিসোঁটা দিয়ে আমাদের নেতাকর্মীদের পেটাতে থাকেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড