• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোগ লুকিয়ে চিকিৎসকসহ ২০ জনকে ঝুঁকিতে ফেললেন রোগী

  নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল ২০২০, ১০:৫৫
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ফটো)

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) গত ২৪ ঘণ্টায় ৯ ইন্টার্ন চিকিৎসকসহ মোট ১৩ জন চিকিৎসকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে । শুধু তাই নয়, একই সময়ে দু’জন নার্স ও একজন আনসার সদস্য এবং হাসপাতালের আরও চার জন স্টাফের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ একদিনেই দেশের অন্যতম শীর্ষ এই হাসপাতালের ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেব শনাক্ত হয়েছেন।

রবিবার রাতে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের পরিচালক বলেন, আমাদের হাসপাতালে পিপিই’র (পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট) সংকট নেই। তবে করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী তার রোগ লুকিয়ে এখানে চিকিৎসা নিয়েছেন। এতে করে এই সমস্যা তৈরি হয়েছে। সেদিন যে নার্স ডিউটিতে ছিলেন, তার রুমমেটও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আমরা সম্ভাব্য সবার টেস্ট করাচ্ছি। যাকেই পজেটিভ পাওয়া যাচ্ছে, তাকেই আইসোলেশনে রাখা হচ্ছে। এছাড়াও আরও অনেককে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন : জনগণ সচেতন হলে করোনা মোকাবিলা সম্ভব : প্রধানমন্ত্রী

হাসপাতালের সার্জারি ইউনিট থেকেই মূলত এই সংক্রমণগুলো ঘটেছে বলে জানিয়েছেন পরিচালক। সে কারণে সার্জারি ইউনিট সীমিত আকারে চালু রাখা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড