• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকার বায়ুমানে নাটকীয় পরিবর্তন 

  নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২০, ১০:১০
রাজধানী ঢাকা
রাজধানী ঢাকা (ফাইল ফটো)

সকালে রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ৭৬ থাকলে রাতে তা ১৭২ স্কোরে পৌঁছায়। কয়েক ঘন্টার ব্যবধানেই ঢাকা দূষিত শহরের তালিকায় উঠে যায় শীর্ষে। বায়ুমানে এটা যেন নাটকীয় পরিবর্তন।

দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু শহর। শহরের তালিকায় দশ নম্বরে অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি। তাদের দূষণমান ১১৬।

এয়ার কোয়ালিটি ইনডেক্স বলছে, ঢাকা আর দিল্লি ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোন শহরের দূষণের মাত্রাই ১০০ ছাড়ায়নি। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। স্কোর ৫০ এর কম মানে বাতাস পুরোপুরি বিশুদ্ধ।

জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়। লকডাউন এর মধ্যেও ঢাকার দূষণ মান বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে রাজধানীর চারপাশের ইটের ভাটা গুলি সচল থাকাই কারণ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী বরাবর করোনাযোদ্ধা নার্সের খোলা চিঠি

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর পরিচালক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, এখন সব ধরনের কল-কারখানা বন্ধ। গণপরিবহন বন্ধ। এরপরও বায়ুমান খারাপ হচ্ছে কারণ ঢাকার চারপাশে ইটভাটাগুলো সচল। এছাড়াও শহরে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় বাতাসে মিহি ধূলিকণার পরিমাণ বেড়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড