• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ আফ্রিকায় পারমাণবিক বোমারু বিমান পাঠাচ্ছে রাশিয়া (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১৭:৫৩
রাশিয়া-দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকায় এই মডেলের বোমারু বিমান পাঠাচ্ছে রাশিয়া, ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় দুটি পারমাণবিক বোমারু বিমান পাঠাচ্ছে রাশিয়া। বুধবার এ দুটি বিমান সেখানে অবতরণের কথা রয়েছে। দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুটি তুপলেভ তু-১৬০ বোমারু বিমান দক্ষিণ আফ্রিকায় পাঠানো হচ্ছে। দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার উন্নতি ঘটাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে মার্কিন ম্যাগাজিন টাইম এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ আফ্রিকায় বিশ্বের সবচেয়ে বড় সামরিক বিমান পাঠাচ্ছে রাশিয়া। বুধবার রাশিয়ার বোমারু বিমান সেখানে অবতরণ করবে। এগুলো ব্ল্যাকজ্যাক নামে পরিচিত।

পারমাণবিক বোমা ফেলতে সক্ষম দুটি বোমারু বিমান এই প্রথম দক্ষিণ আফ্রিকায় অবতরণ করতে যাচ্ছে। এ সময় রাশিয়ার দুটি বিমানকে স্বাগত জানাবে দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনীর কয়েকটি যুদ্ধবিমান।

এ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টায় পারমাণবিক বোমারু বিমান দুটি দক্ষিণ আফ্রিকায় অবতরণ করবে। এ সময় আরও বেশ কয়েকটি রাশিয়ান সামরিক বিমান সেখানে অবতরণের কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে আফ্রিকায় প্রভাব বিস্তার করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তার অংশ হিসেবেই বোমারু বিমান দুটি আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে। টাইম ম্যাগাজিন দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার এমন সম্পর্ককে ‘নজিরবিহীন’ হিসেবে উল্লেখ করেছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড