• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পশ্চিমবঙ্গে এনআরসি চালু করবই : অমিত শাহ

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ০৮:৫৭
অমিত শাহ
বিজেপি সভাপতি অমিত শাহ। (ছবিসূত্র : দ্য ইন্ডিয়া টুডে)

বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি প্রকাশিত হলো ভারতের আসাম রাজ্যে সংশোধিত নাগরিক তালিকা (এনআরসি)। গত ৩১ আগস্টের সেই তালিকায় রাষ্ট্রহীন করা হয় প্রায় ১৯ লক্ষাধিক বাঙালিকে। যদিও আসামের পর পর্যায়ক্রমে গোটা পশ্চিমবঙ্গেও প্রক্রিয়াটি চালু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গণমাধ্যম 'এনডিটিভি'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নাগরিকপঞ্জী নিয়ে জনগণকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শরণার্থী ভাইদের জানাতে চাই- চিন্তার কোনো কারণ নেই, কেননা কেন্দ্রীয় সরকার আপনাদের দেশের বাইরে ছুড়ে ফেলবে না। তবে আসামের পর এবার পশ্চিমবঙ্গেও এনআরসি চালু করা হবে।’

এ দিকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহর সঙ্গে সম্প্রতি দেখা করেছিলেন দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি মনোনীত সৌরভ গাঙ্গুলী। যদিও তাদের মধ্যে এখন পর্যন্ত রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন কেন্দ্র সরকারের এই স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দান। মূলত এমন আলোচনার পরিপ্রেক্ষিতে বিজেপি সভাপতি এসব কথা বলেন।

সংশ্লিষ্ট অনেকেরই দাবি, ২০২১ সালে অনুষ্ঠেয় রাজ্যের বিধানসভা নির্বাচনে সৌরভ গাঙ্গুলীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে মনোনয়ন দিতে চায় বিজেপি।

সাক্ষাৎকারে দলটির সভাপতি বলেছেন, ‘রাজ্যটির বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদে বিজেপি ঠিক কাকে উপস্থাপন করা হবে। তা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সৌরভ গাঙ্গুলী আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। যদিও তখন আমাদের মধ্যে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ভবিষ্যৎ অনিশ্চিত, তখন অনেক কিছুই ঘটতে পারে।’

যদিও অমিত শাহর সঙ্গে দেখা করা নিয়ে সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘তার (অমিত শাহ) সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমাদের সেই সাক্ষাৎ নিয়ে বর্তমানে যেভাবে আলোচনা হচ্ছে, আসলে তেমন কোনো কিছুই হয়নি।’

অপর দিকে পশ্চিমবঙ্গে এনআরসি ইস্যুতে বিজেপি সভাপতি অমিতের দাবি, ‘তৃণমূল এখানো লোকজনকে এনআরসি নিয়ে ভুল বোঝাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়াচ্ছেন, এর মাধ্যমে নাকি আমাদের হিন্দু শরণার্থী ভাইদের দেশ থেকে তাড়ানো হবে। আপনারা কোনো গুজবে কর্ণপাত করবেন না। এনআরসির আগে অবশ্যই আমরা নাগরিক (সংশোধিত) বিল আনব, যা এই সমস্ত লোকদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের কাজ সুনিশ্চিত করবে।’

উল্লেখ্য, সম্প্রতি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’এর সভাপতি হিসেবে এরই মধ্যে মনোনীত হয়েছেন সৌরভ গাঙ্গুলী। আর সেখানে সচিব পদে নিযুক্ত হয়েছেন অমিত শাহর ছেলে জয় শাহ। মূলত এরপরই সরগরম হয় ভারতের রাজনীতির প্রেক্ষাপট।

আরও পড়ুন :- উত্তাল কাশ্মীরে এক দিনে নিহত ৫

যদিও বিজেপিতে সৌরভের আগমন প্রসঙ্গে তাকে স্বাগত জানিয়ে দলটির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘সৌরভ বিজেপিতে যোগ দিলে তাকে স্বাগত। এতে আমাদের পাশাপাশি গোটা রাজ্যের জনগণ অনেক খুশি হবে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড