• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরান নয়, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের মূল হোতা যুক্তরাষ্ট্র : রুহানি

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৯
প্রেসিডেন্ট রুহানি
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। (ছবিসূত্র : দ্য ন্যাশনাল)

মধ্যপ্রাচ্যে চলমান সন্ত্রাসবাদের প্রধান হোতা ইরান নয়, যুক্তরাষ্ট্রই বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তব্যকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা 'রয়টার্স' জানায়, একই দিন রুহানির আগে জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রেখেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ সৃষ্টির পেছনে তেহরানের একমাত্র 'রক্তপিপাসা'ই দায়ী বলে অভিযোগ করেছেন। সেক্ষেত্রে কেবল মধ্যপ্রাচ্যেই নয়, ইরান বর্তমানে গোটা বিশ্বের জন্যই হুমকি বলে উল্লেখ করেন তিনি।

যদিও ইরান প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যের এরই মধ্যে তীব্র সমালোচনা করেছেন রুহানি ও তার দল। এ সময় পাল্টা জবাবে ইরানি প্রেসিডেন্ট বলেন, 'দুর্ভাগ্যবশত আজকের দিনে ওয়াশিংটনই আমাদের অঞ্চলে সন্ত্রাসের প্রধানতম মদতদাতা। যুক্তরাষ্ট্র যেখানেই গেছে সেখানেই সন্ত্রাস জেগে উঠেছে। অপর দিকে আমরা যেখানেই গেছি, সন্ত্রাসকে পদানত করিয়েছি।'

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আইএস দমনের নামে আসাদ সরকারের অনুমতি ব্যতীত মার্কিন সেনা মোতায়েনে অঞ্চলটিতে চলমান সন্ত্রাসবাদের উদাহরণ টেনে এনে রুহানি বলেন, 'আমি মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাখ্যা শুনে হতভম্ব। তার মুখে এসব মানায় না।'

এ দিকে মার্কিন গণমাধ্যম 'ফক্স নিউজ'কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা নিরসনে চলতি অধিবেশনের সাইড লাইনে ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে কথা বলেন রুহানি। যেখানে তিনি তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে একটি অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ড অভিহিত করেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, 'ইরানের ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগ পর্যন্ত আমি বিষয়টি বিবেচনাও করব না।'

অপর দিকে এবার ট্রাম্প-রুহানি মধ্যকার কোনো বৈঠক না হলে উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা নিরসনে বিশাল একটি সুযোগ হাতছাড়া হয়ে যাবে বলেও উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মূলত এ কারণে দুই নেতার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিতের জন্য চেষ্টা চালাচ্ছেন বিশ্বনেতারা।

আরও পড়ুন :- যুদ্ধের প্রস্তুতি স্বরূপ অস্ত্রভাণ্ডারে ১৮টি ক্ষেপণাস্ত্র যুক্ত করল ইরান

সাক্ষাৎকারে গত ১৪ সেপ্টেম্বর সৌদির আরামকো তেল স্থাপনায় হামলার ঘটনায় তেহরান জড়িত কিনা জানতে চাইলে প্রেসিডেন্ট রুহানি তা পুরোপুরি অস্বীকার করেন। সেটি এককভাবে ইয়েমেনের শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের কাজ বলে মন্তব্য করেছেন তিনি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড