• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাজিলের কারাগারে দাঙ্গায় ৫২ বন্দির মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই ২০১৯, ০৯:৪২
কারাগারে দাঙ্গা
ব্রাজিলের কারাগারে দাঙ্গা। (ছবিসূত্র : মলি নিউজ)

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারার একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৫২ জনের মৃত্যু ও আরও কমপক্ষে অর্ধশতাধিক বন্দির মারাত্মকভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কারা কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ গণমাধ্যম 'বিবিসি নিউজ' জানায়, সোমবার (২৯ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টায় রাজ্যটির আলতামিরা কারাগারে বন্দিদের মধ্যে আধিপত্য বিস্তার ইস্যুতে ব্যাপক দাঙ্গার শুরু হয়। পরবর্তীতে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর একই দিন দুপুরে কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

কারাগারটির নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর এক মুখপাত্র বলেন, 'ঘটনার দিন সকালে জেল খানাটির ভেতরের এক ভবনের কয়েদিরা অপর ভবনের কয়েদিদের ওপর প্রথম হামলাটি চালায়। আর এতেই গোটা কারাগারে সংঘর্ষের সূত্রপাত হয়। মূলত বন্দিদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই এমন সংঘর্ষের সৃষ্টি হয়। তবে এবারের দাঙ্গাটি অন্যগুলোর চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক ছিল।'

নিরাপত্তা বাহিনীর এ কর্মকর্তা আরও বলেন, 'সংঘর্ষের এক পর্যায়ে কয়েদিরা কারাগারের ভেতরে আগুন ধরিয়ে দিলে শ্বাসরুদ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়। পূর্বপরিকল্পিত এ দাঙ্গার পর কারাগারের ভেতর থেকে অন্তত ১৬ বন্দির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।'

কর্তৃপক্ষের দাবি, ব্রাজিলে প্রায়ই এমন কারাদাঙ্গার ঘটনা ঘটে। উত্তরাঞ্চলীয় এই কারাগারটিকে অন্তত ২০০ বন্দি থাকার উপযোগী করে বানানো হলেও বর্তমানে সেখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি ৩১১ জনকে রাখা হয়েছে।

এর আগে ২০১৭ সালের জানুয়ারি মাসে দেশটির বেশ কয়েকটি কারাগারে একযোগে দাঙ্গা শুরু হয়। তখন টানা তিন সপ্তাহ যাবত চলা এ দাঙ্গায় প্রায় ১৫০ জনের মতো বন্দির মৃত্যু হয়। যা দেশটির ইতিহাসে এক সঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক কারাবন্দির মৃত্যুর ঘটনা।

আরও পড়ুন :- পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্তে শিশুসহ নিহত ১৭

যদিও চলতি বছরের মে মাসে আমাজন রাজ্যের মানাউসের অন্তত চারটি কারাগারে একই দিনে সৃষ্ট দাঙ্গায় অন্তত ৪০ বন্দি নিহত হয়েছিল। এতে আহত হয়েছিল আরও কমপক্ষে অর্ধশতাধিক।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড