• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্তে শিশুসহ নিহত ১৭

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই ২০১৯, ০৮:৫৯
পাকিস্তানি বিমান বিধ্বস্ত
বিধ্বস্ত পাকিস্তানি বিমানের ধ্বংসাবশেষ। (ছবিসূত্র : সাউথ চাইনা মনিটরিং পোস্ট)

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দেশটির সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ক্রুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু আছেন। তাছাড়া দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আইএসপিআরের বরাতে এক প্রতিবেদনে 'সাউথ চাইনা মনিটরিং পোস্ট' জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকালে রাওয়ালপিন্ডির রবি সেন্টারের কাছে আবাসিক এলাকায় প্রশিক্ষণ চলাকালে বিমানটি আচমকা বিধ্বস্ত হয়। এতে নারী ও শিশুসহ ১২ বেসামরিক ও ৫ ক্রুসহ মোট ১৭ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনার পরপরই বিমানের ধ্বংসাবশেষ থেকে এলাকাটিতে আগুন ছড়িয়ে পড়ে।

এ দিকে সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, 'বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি প্রতিদিনের মতো প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।'

বাহিনীর এ মুখপাত্র আরও বলেন, বিমানের নিহত ক্রুরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল সাকিব, লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম, নায়েব সুবেদার আফজাল, হাবিলদার আমিন, হাবিলদার রহমত। তবে নিহত বাকি বেসামরিকদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।'

অপর দিকে উদ্ধারকারী দলের মুখপাত্র ফারুক বাট বলেন, 'আমরা সবকয়টি মরদেহ ও আহত ব্যক্তিদের হাসপাতালে স্থানান্তর করেছি। এতে হতাহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার সামনে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।'

আরও পড়ুন :- প্রকাশিত হলো ইরান-ব্রিটেনের সামরিক শক্তির তালিকা

কর্তৃপক্ষের দাবি, ২০১০ সালের পর এটি দেশটির সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। সে বার একটি যাত্রীবাহী এয়ারবাস বিধ্বস্ত হয়ে অন্তত ১৫২ আরোহীর সকলেরই মৃত্যু হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড