• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পের মিছিলে মুসলিম 'কংগ্রেসম্যান'কে কটাক্ষ করে স্লোগান

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই ২০১৯, ১৩:১১
প্রেসিডেন্ট ট্রাম্প
সমর্থকদের সামনে বাইবেল ছুঁয়ে শপথ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবিসূত্র : এপি নিউজ)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন নির্বাচন সংক্রান্ত এক প্রচারণা মিছিলে মুসলিম ও সোমালিয়া বংশোদ্ভূত মার্কিন 'কংগ্রেসম্যান' ইলহান ওমরকে কটাক্ষ করে স্লোগান দেওয়া হয়েছে। যেখানে তাকে তার দেশে 'ফেরত পাঠাও' বলে স্লোগান দেওয়া হয়েছে। যদিও সমর্থকদের দেওয়া এই স্লোগানে কোনো ধরনের সায় দেননি তিনি। ট্রাম্প বলেন, 'আমি ব্যাপারটায় খুশি নই; তাই আমি এতে দ্বিমত পোষণ করছি।'

শনিবার (১৯ জুলাই) তিনটি পৃথক টুইট পোস্টে মার্কিন কংগ্রেসের চার নারী ডেমোক্র্যাট সদস্যকে কটাক্ষ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্র্যাট সদস্যদের উদ্দেশ্য করে তিনি লেখেন, 'মার্কিন কংগ্রেসের নারী প্রগতিশীল সদস্যরা মূলত যেসব দেশ থেকে এসেছেন তাদের দেশের সরকারগুলোই বর্তমানে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে।'

ট্রাম্প আরও বলেন, 'সেগুলোই সবচেয়ে খারাপ, দুর্নীতিবাজ আর নিষ্ক্রিয়। আর এখন তারাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও মহান দেশ যুক্তরাষ্ট্র কেমন করে চলবে এর পরামর্শ দিচ্ছেন।'

যে কারণে সেসব ডেমোক্র্যাট সদস্যদের নিজ দেশে ফিরে গিয়ে সকল সমস্যাগুলোকে নিরসনের পরামর্শ দেন ট্রাম্প। মূলত এর পরপরই শুরু হয় ব্যাপক সমালোচনার ঝড়। অনেক রিপাবলিকান সদস্য পর্যন্ত এ বিষয়ে প্রেসিডেন্টের ব্যাপক সমালোচনা করেন।

মুসলিম ‘কংগ্রেসম্যান‘

সোমালিয়া বংশোদ্ভূত মার্কিন 'কংগ্রেসম্যান' ইলহান ওমর। (ছবিসূত্র : ফক্স নিউজ)

শুক্রবার (১৮ জুলাই) দেশটির নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত মিছিলে সমর্থকদের স্লোগান ইস্যুতে ট্রাম্প বলেন, 'স্লোগানটি অনেক বড় ছিল; কিন্তু আমার ভালো লাগেনি। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে আমি খুব দ্রুতই কথা বলেছি। কেননা এই স্লোগানটিও খুব তাড়াতাড়ি শুরু হয়।'

এবার কংগ্রেসের যে চার নারী সদস্যকে নিয়ে ট্রাম্প তার বর্ণবাদী টুইটটি করেছেন তারা হলেন- রাশিদা তালিব, আলেক্সজান্দ্রিয়া ওকাসিয়ো কর্টেজ, আয়ান্না প্রেসলি এবং ইলহান ওমর। যাদের মধ্যে প্রথম তিনজনই বিদেশি বংশোদ্ভূত হলেও তাদের জন্ম এবং বেড়ে উঠা যুক্তরাষ্ট্রের মাটিতেই।

আরও পড়ুন :- সৌদি-আমিরাতে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

তাছাড়া চতুর্থ জন ইলহান ওমর একদম শিশু বয়স থেকে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হন। ইলহান ওমর একজন সোমালিয়া বংশোদ্ভূত মার্কিন নাগরিক। দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে জীবন রক্ষার্থে তার পরিবার সেখান থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিল। এবার সেই ইলহানকে উদ্দেশ্য করেই সমর্থকরা ট্রাম্পের মিছিলে স্লোগান দিয়েছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড