• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অপুষ্টিতে ভুগছে ২ মিলিয়ন আফগান শিশু: ইউনিসেফ

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে ২০১৯, ১৮:৩৮
আফগানিস্তান
আফগানিস্তানে অপুষ্টিতে ভুগছে শিশুরা; (ছবি ; সংগৃহীত)

আফগানিস্তানে দীর্ঘ ৪০ বছর ধরে চলা যুদ্ধ, সংঘর্ষ এবং অস্বাভাবিক খরার কারণে দেশটিতে পাঁচ বছরের কম বয়সী প্রায় ২ মিলিয়ন শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এদের মধ্যে ৬০০০,০০০ শিশুর অবস্থা আশঙ্কাজনক। আফগানিস্তানে শিশুদের পুষ্টিহীনতার বিষয়ে শুক্রবার (২৪ মে) এমন ভয়ঙ্কর তথ্য দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক অঙ্গ সংগঠন ইউনিসেফ। 'সিনহুয়া'

শুক্রবার(২৪ মে) জাতিসংঘের শিশু বিষয়ক অঙ্গ সংগঠন ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফ বুলিউরিক এক সংবাদ বিবৃতিতে বলেন, সারা বিশ্বে একমাত্র আফগানিস্তানে পাঁচ বছরের নিচে সর্বোচ্চ সংখ্যক শিশু পুষ্টিহীনতায় ভুগছে। আফগানিস্তানের মতো প্রায় একই অবস্থা বিরাজ করছে ইয়েমেন এবং দক্ষিণ সুদানে।

তিনি আরও বলেন, ২০১৮ সালে খাদ্য জোগানের সীমাবদ্ধতার কারণে প্রয়োজনের তুলনায় ৫০ শতাংশেরও কম আফগানি শিশুদের মাঝে পুষ্টিকর খাবার প্রদান করতে পেরেছিল ইউনিসেফ। ২০১৯ সালে আমাদের লক্ষ্য এর পরিমাণ ৬০ শতাংশে উন্নীত করা।

বিশ্বের দাতা গোষ্ঠির প্রতি আহ্বান জানিয়ে মুখপাত্র ক্রিস্টোফ বলেন, আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আফগানিস্থানে পুষ্টিহীনতায় ভোগা শিশুদের পুষ্টিকর খাবার প্রদান করার জন্য ৭ মিলিয়ন ইউএস ডালারের প্রয়োজন।

অফিসিয়াল তথ্য মতে, মারাত্মক তীব্র অপুষ্টিতে ভোগা একটি শিশুর মৃত্যু সম্ভাবনা একটি সুস্থ শিশুর চেয়ে ১১ গুণ বেশি।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড